ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউ এর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি আরও বলেন, পর্যবেক্ষক পাঠানো লক্ষ্যে ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা সইও হবে।
সিনিয়র সচিব বলেন, পর্যবেক্ষকদের সবাই একইসঙ্গে আসবেন না। তারা তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আসবেন।
এদিকে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। সে সময় বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার বলেছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সহায়তা প্রদান করতে চায় ব্রিটেন।
সেইসঙ্গে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় তারা। এ ছাড়া পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তার কথাও জানান।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ভোটের তারিখ ধার্য থাকায় নির্বাচন কমিশন সব প্রস্তুতি দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যস্ত রয়েছে। এ লক্ষ্যে তারা বিভিন্ন দেশের দূত ও প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছেন।