Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিভাগেই অন্তর্ভুক্ত থাকতে চায় শরীয়তপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১২

সংবাদ সম্মেলনে ‘জাগো শরীয়তপুর’-এর নেতারা। ছবি: সংগৃহীত

শরীয়তপুর: শরীয়তপুর জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে নয়, বরং ঢাকা বিভাগেই অন্তর্ভুক্ত রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘জাগো শরীয়তপুর’ নামে একটি সংগঠন। সোমবার (২৯ সেপ্টেম্বর) শরীয়তপুরের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, জেলা ছাত্রশিবিরের সভাপতি শাখাওয়াত কাওছার প্রমূখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে শরীয়তপুর ফরিদপুরের বিপরীতে অবস্থিত। অপরদিকে রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে ঢাকা বিভাগের সঙ্গেই প্রশাসনিকভাবে থাকতে চায়। ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হলে এই জেলার সাধারণ মানুষকে প্রশাসনিক কাজে নানা ভোগান্তির শিকার হতে হবে।

বিজ্ঞাপন

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শরীয়তপুরবাসীর এই দাবি উপেক্ষা করে ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত করা হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

বক্তারা আরও বলেন, ২০১৫ সালে ফরিদপুর বিভাগ ঘোষণার উদ্যোগ নিলে শরীয়তপুরে ব্যাপক আন্দোলন হয়। পরে ২০২২ সালে ‘পদ্মা বিভাগ’ নামে প্রস্তাব এলেও তা নিকা’র বৈঠকে অনুমোদন না পাওয়ায় বাস্তবায়িত হয়নি। এ বছর গত ৮ সেপ্টেম্বর প্রি-নিকা’র বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলে শরীয়তপুরে ফের আন্দোলন শুরু হয়। ওই দিনই জেলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

জাগো শরীয়তপুর-এর নেতৃবৃন্দ জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে নিকা’র বৈঠকে নতুন বিভাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর আগে দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি হিসেবে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, মানববন্ধন, গণসংযোগ, সংহতি সমাবেশ, কর্মবিরতি ও গণসমাবেশ আয়োজন করা হবে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর শরীয়তপুরের রাজনৈতিক, সামাজিক ও ছাত্রসংগঠনের নেতাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে স্মারকলিপি দেওয়া হয়।

সারাবাংলা/জিজি

অন্তর্ভুক্ত ঢাকা বিভাগ শরীয়তপুর

বিজ্ঞাপন

বগুড়ায় মাছ ধরতে গিয়ে যুবক খুন
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৬

আরো

সম্পর্কিত খবর