Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরাল পাগলার লাশ পোড়ানোর সময় খড়ি দেওয়া যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪২ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১২

গ্রেফতার রাসেল মণ্ডল। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা ও তাঁর লাশ পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই তরুণের নাম রাসেল মণ্ডল (২০)। তিনি গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকারপাড়ার বাসিন্দা। নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় নিহত রাসেলের বাবা আজাদ মোল্লার করা মামলায় তাঁকে গ্রেফতক দেখানো হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব।

বিজ্ঞাপন

তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে ও পর্যালোচনা করে দেখা গেছে নজরুল মন্ডল নুরাল পাগলার মরদেহ পোড়ানোর জন্য খড়ি দিচ্ছে। ফুটেজের উপর ভিত্তি করে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেলের পিতা আজাদ মোল্লার দায়ের করা মামলায় গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন, পোড়ানো মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল মন্ডলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর