গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও মেয়েকে মারধর করে আহত করে বসতভিটা দখলে নেওয়ার চেষ্টা করেছে একটি মহল। এ ঘটনায় গুরুতর আহত মা রাশেদা খাতুন ও মেয়ে বুলবুলি খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গত বুধবার সকালে উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের মৃত আব্দুল বাতেনের স্ত্রী রাশেদা বেগম ও মেয়ে বুলবুলি খাতুনের স্বত্ব-দখলীয় জমি দখল করতে প্রতিপক্ষ ও তাদের ভাড়াটেরা এ মারধরের ঘটনা ঘটায়।
রাশেদা বেগম জানান, তার মা ওই জমি তার নামে হেবা দলিলমূলে হস্তান্তর করেন। পরবর্তীতে সেখান থেকে কিছু অংশ তিনি মেয়ে বুলবুলির নামে হস্তান্তর করেছেন। এরপর থেকেই রাশেদা বেগমের অন্য বোনেরা দীর্ঘদিন ধরে মিথ্যাভাবে জমির অংশ দাবি করছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশে মিথ্যা দাবিদাররা গা ঢাকা দেন।
ঘটনার দিন বোন বেহুলা, মোসলেমা, মোর্শেদা ঘটনার দিন জনৈক আলমগীর হোসেন, মজনু মিয়া, আব্দুল হাকিম ওরফে হেসকার, রানু মিয়াসহ ১০-১২ জনের দলবল নিয়ে গাছপালা কর্তন, ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে জমি দখল করতে এসে ব্যাপক মারধর করে। মারধরে রাশেদা বেগম, তার মেয়ে বুলবুলি ও পুত্রবধূ অমিছা বেগম আহত হন। এদের মধ্যে মা রাশেদা বেগম ও মেয়ে বুলবুলি খাতুনের অবস্থার অবনতি হলে তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এ ঘটনায় রাশেদা বেগমের ছেলে আশরাফুল ইসলাম থানায় অভিযোগ করেছেন। থানার এসআই শামসুল হক জানান, আশরাফুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। উভয়পক্ষকে আগামী শুক্রবার (৩ অক্টোবর) প্রয়োজনীয় দলিলাদি ও স্বাক্ষ্য-প্রমাণসহ থানায় ডেকেছি।