ঢাকা: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সময়ক্ষেপণের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের স্বাগত জানানোর পর সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
এম এ মালিক বলেন, ‘কিছু উচ্চাভিলাষী মহল সংসদীয় ব্যবস্থাকে দুর্বল করার জন্য প্রতিসাম্য প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর ষড়যন্ত্র করছে। এ পরিকল্পনার মাধ্যমে দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং ছাত্র আন্দোলনে প্রাণ হারানোদের ন্যায়বিচার আটকে দেওয়ার চেষ্টা চলছে।’
সিলেট-৩ আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এবং নির্বাচনের প্রস্তুতি নিতে এসেছি। ইনশাআল্লাহ ধানের শিষ প্রতীকে জয়ী হব, আর বিএনপি সারাদেশে বিজয় অর্জন করবে।’
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে লড়াই করে যাচ্ছেন। তরুণ ভোটাররা বিএনপিকে ভোট দেবে এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন মালিক।
শেষে তিনি সিলেটবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। আগামী ১ অক্টোবর সিলেটে গিয়ে পূজার মণ্ডপ পরিদর্শন করবেন বলেও জানান তিনি।