Monday 29 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনার বারসহ পাচারকারী নারী আটক

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৪ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৯

চুয়াডাঙ্গা : ভারত সীমান্তবর্তী কামারপাড়া গ্রাম থেকে ৩৫৪ গ্রাম ওজনের তিনটি সোনার বারসহ এক নারী পাচারকারীকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আটক পাচারকারী আসমা (২৫) জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের ওয়াসিমের স্ত্রী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান জানান, বিশেষ গোয়েন্দা তথ্যেরভিত্তিতে তার নির্দেশনায় বারাদী বিওপির একদল বিজিবি সদস্য সীমান্ত খুঁটি ৮০/১০-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামে এদিন দুপুরে অবস্থান নেন।

বিজ্ঞাপন

এ সময় আসমাকে সন্দেহজনকভাবে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সশস্ত্র টহলদল তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার ব্যাগে অবৈধ সোনার বার রয়েছে। পরে তার ব্যাগ তল্লাশী করে ৩৫৪ গ্রাম ওজনের তিনটি সোনার বার পাওয়া যায়। ওই সময় অবৈধ সোনার বারসহ তার কাছে থাকা একটি বাটন মোবাইল ফোন সেট এবং নগদ ১৮০ টাকা জব্দ করা হয়। জব্দকরা মালমালের আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৫৮ হাজার ৭৫৬ টাকা।

এ ঘটনায় সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করে পাচারকারী নারীকে থানায় হস্তান্তর করেন। জব্দকৃত সোনা চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে তিনি জানান।

সারাবাংলা/জিজি

আটক পাচারকারী নারী স্বর্ণের বার

বিজ্ঞাপন

বিএসটিআই’র ক্যালিব্রেশন ফি হ্রাস
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৮

আরো

সম্পর্কিত খবর