ঢাকা: বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছুটছে অনেকটা পাগলা ঘোড়ার মতো। প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে, যা একটি নতুন রেকর্ড। সোমবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন স্পট মার্কেটে সোনার দাম ১.১% বৃদ্ধি পেয়ে ৩,৮০১.৮৮ ডলারে পৌঁছেছে, আর ফিউচার মার্কেটে এটি ০.৬% বেড়ে ৩,৮৩১.৯০ ডলার হয়েছে।
এই দামের হারে, বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরি সোনার দাম বর্তমানে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা, যা ডিসেম্বরে ১ লাখ ৮৯ হাজার টাকায় পৌঁছাতে পারে। এর মানে, দেশের বাজারে সোনার দাম শিগগিরই ২ লাখ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
বর্তমানে বাংলাদেশে সবচেয়ে ভালো মানের সোনার প্রতি ভরি দাম ১ লাখ ৯২ হাজার ৯০৩ টাকা, যা সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৪১৫ টাকা। এতে ১ ভরি সোনার দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।