Monday 29 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৮

প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের শিবরামপুরে ট্রাকচাপায় শোভন শেখ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলী শিবরামপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শোভন শেখ মাগুরা জেলার শেখ মিজানুর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার বৈঠাখালী দয়াামপুর গ্রামে মামা টোকন শেখের বাড়িতে থেকে লেখাপড়া করতেন। এই ঘটনায় একই গ্রামের মো. দুদু মোল্লার ছেলে আব্দুল্লাহ (২১) ও শহরের গোয়ালচামট এলাকায় মিলন (২২) আহত হয়েছেন।

নিহতের প্রতিবেশি ফরিদ শেখ জানান, মোটরসাইকেল চালিয়ে তিন বন্ধু বাড়ি আসার পথে শিবরামপুর এলাকায় ভ্যানের পিছনে ধাক্কা লাগে। সাইকেলের পিছন থেকে শোভন ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় একটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান জানান, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এইচআই

ট্রাকচাপা নিহত ফরিদপুর মোটরসাইকেল আরোহী

বিজ্ঞাপন

ফের বাড়ল সোনার দাম
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৪

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:১১

আরো

সম্পর্কিত খবর