ঢাকা: ‘ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমানসংস্থা ইউ-এস বাংলা এয়ারলাইন্স। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউ-এস বাংলা এয়ারলাইন্স
পদের নাম: ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: নির্ধারিত নয়
বয়স: সর্বনিম্ন ২০, সর্বোচ্চ ২৮ বছর
- ন্যূনতম উচ্চতা: ৫’৬” (১৬৭.৬৪ সেন্টিমিটার)
- বিএমআই- ১৮.৫ থেকে ২৪.৯ এর মধ্যে থাকতে হবে
- শারীরিকভাবে সুঠামদেহের অধিকারী হতে হবে
- প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে
- প্রার্থীদের অবশ্যই অধূমপায়ী হতে হবে
- হোটেল, রেস্টুরেন্ট ও হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধীকার দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা এইচএসসি পাস
বেতন: ১৬,০০০ /- (ষোল হাজার টাকা)
অন্যান্য সুযোগ-সুবিধা:
* চিকিৎসা বীমা
* সাপ্তাহিক ছুটি- ২ দিন
* উৎসব ভাতা ও অন্যান্য: কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে
* ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdH-ORAnbmME1RPGOH5pJ32qDu6O07y2pnnGOnMQXu5bcawig/viewform
এই ঠিকানায় আবেদন করতে পারবেন।
আবেদন সময়সীমা: ১৮ অক্টোবর, ২০২৫ পর্যন্ত।