Monday 29 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফতাব নগরে হিরো আলমের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৩

হামলায় আহত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: রাজধানীর আফতাব নগরে কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি জ্ঞান হারালে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিরো আলমের ব্যক্তিগত পেজে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুকে দেওয়া পোস্টে বলা হয়, আফতাব নগরে হিরো আলমের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেসবুক পোস্টে হিরো আলমের আহত হওয়ার কয়েকটি ছবিও দেওয়া হয়েছে। তাতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এছাড়াও তার পরনের টি-শার্ট ছেঁড়া।

বিজ্ঞাপন

জানা গেছে, হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে এসে হিরো আলমকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।

সারাবাংলা/এমএইচ/এসএস

আফতাব নগর ওপর ভর্তি হামলা হাসপাতাল হিরো আলম

বিজ্ঞাপন

আফতাব নগরে হিরো আলমের ওপর হামলা
৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৬

নিয়োগ দিচ্ছে ইউ-এস বাংলা
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৬

মদিনা গ্রুপে কাজের সুযোগ
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৮

আরো

সম্পর্কিত খবর