Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩২

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হক।

‎বরিশাল: ‎বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট লস্কর নুরুল হকসহ পাঁচজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আটকরা হলেন-অ্যাডভোকেট লস্কর নুরুল হক, মহানগর আওয়ামী লীগ নেতা মনসুর আলী খান, মিরাজ শিকদার এবং যুবলীগ নেতা মাসুম খান ও আউয়াল খান।

‎কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলায় অভিযোগ রয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে নগরীর ১০ নম্বর ওয়ার্ড থেকে যুবলীগের দুই নেতা মাসুম খান ও আউয়াল খানকে আটক করা হয়। পরে রাতে অ্যাডভোকেট লস্কর নুরুল হক, মনসুর আলী খান ও মিরাজ শিকদারকে নগরীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আজ (মঙ্গলবার) তাদের আদালতের হাজির করা হবে।

‎এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

বরিশাল জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি আটক

বিজ্ঞাপন

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে চালডাল
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩১

রামকৃষ্ণ মিশনে চলছে কুমারীপূজা
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৫

আরো

সম্পর্কিত খবর