Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আউয়াল (৬৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

নিহত আউয়ালের চাচাতো ভাই বাবুল মিয়া জানান, তাদের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার ভর্মী এলাকায়। তেজগাঁও তিব্বত কলোনী বাজার এলাকায় থাকতেন আউয়াল।

তিনি বলেন, ‘গত রাতে এক পথচারী তাদেরকে ফোন দিয়ে জানায়, হাতিরঝিল এলাকায় একটি প্রাইভেটকার রিকশাচালককে ধাক্কা দিয়েছে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়েছে। পরে সকালে ঢাকা মেডিকেলে আউয়ালকে মৃত অবস্থায় পাই।’

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে পথচারীরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

প্রাইভেটকারের ধাক্কায় নিহত রিকশাচালক নিহত সড়ক দুর্ঘটনা হাতিরঝিল

বিজ্ঞাপন

রামকৃষ্ণ মিশনে চলছে কুমারীপূজা
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৫

আরো

সম্পর্কিত খবর