Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ বছর দখলে থাকা ৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৯

উচ্ছেদ অভিযানের চিত্র। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে ২৫ বছর ধরে অবৈধ দখলে থাকা ৫৪টি স্থাপনা অবশেষে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার গোবিন্দাসী স্কুল রোডে সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন।

এ সময় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন জানান, দীর্ঘ ২৫ বছর ধরে স্থানীয় লোকজন গোবিন্দাসী স্কুল রোডের দুই পাশে সেতু কর্তৃপক্ষের জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছিল। যা স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় ফেলতো। দোকানে আড্ডারত বহিরাগতরা ছাত্রীদের নানাভাবে উত্যাক্ত করতো। উপজেলা প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও দোকানের মালিকরা তা শোনেননি। পরে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিজি

অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিজ্ঞাপন

দেশে শাওমির রেডমি ১৫ উন্মোচন
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৯

আরো

সম্পর্কিত খবর