ঢাকা: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে জি-টু-জি এর আওতায় রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র সভায় খাদ্য মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।
এ বৈঠকের পরপরই অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে জি-টু-জি ভিত্তিতে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ৬টি পৃথক প্রস্তাবে বিভিন্ন দেশ থেকে মোট ২ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৭১৯ কোটি ১১ লাখ টাকা।
এছাড়া ইতোপূর্বে ক্রয় কমিটিতে অনুমোদিত একটি প্রকল্পের পূর্ত কাজের (আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল গোলচত্বর পর্যন্ত ১১.৫৬ কিলোমিটার সড়ক নির্মাণ) ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় বাড়ছে ১৬৩ কোটি ৮৩ লাখ টাকা।
বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে বিএডিসি কর্তৃক জি-টু-জি ভিত্তিতে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন সার আমদানির পাঁচটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি মেট্রিক টন ৭৭২.৫০ ডলার দরে চীনের ‘বেনিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড’ থেকে ৩য় লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ৩৭৮ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা।
বিএডিসি কর্তৃক সার আমদানির অপর চারটি প্রস্তাবের সব সার সরবরাহ করবে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস। এর মধ্যে প্রতি মেট্রিক টন ৫৮৫.৩৩ ডলার দরে ৬ষ্ঠ ও ৭ম লটে মোট ৮০ হাজার মেট্রিক টন (প্রতি লটে ৪০ হাজার মেট্রিক টন) টিএসপি সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোন দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এতে মোট ব্যয় হবে ৪৩০ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার টাকা।
একইভাবে প্রতি মেট্রিক টন ৭৬০.৩৩ ডলার দরে ৫ম ও ৬ষ্ঠ লটে মোট ৮০ হাজার মেট্রিক টন (প্রতি লটে ৪০ হাজার মেট্রিক টন) ডিএপি সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোন দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এতে মোট ব্যয় হবে যথাক্রমে ৩৭২ কোটি ৮৬ লাখ ৫৮ হাজার টাকা এবং ৩৭২ কোটি ২৫ লাখ ৭৫ হাজার টাকা।
এছাড়া বিসিআইসি কর্তৃক সৌদি আরব-এর সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন ৪৪৭.৫০ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে মোট ব্যয় হবে ১৬৪ কোটি ৫৯ লাখ টাকা।