বগুড়া: বগুড়ার শাজাহানপুরে রিপন আকন্দ (৪৫) নামের এক ইজিবাইক চালককে হত্যার পর তার ইজিবাইক ছিনতাইয়ের করেছে দুর্বৃত্তরা। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে পাশের জঙ্গলে ফেলে রেখে যায় তারা ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নন্দীগ্রাম উপজেলার নুন্দহ ফাজিল মাদরাসার পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রিপন আকন্দ শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি তালপট্টি এলাকার বাসিন্দা বদিউজ্জামানের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো সোমবার রাতে রিপন ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহনে বের হন। রাত পেরিয়ে গেলেও আর বাড়ি ফেরেননি। তার মোবাইলও বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে স্থানীয়রা মাদরাসার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ইজিবাইক ও মোবাইল ছিনতাই করেছে।
নিহতের ভাই নান্নু মিয়া বলেন, ‘সোমবার রাতে গাড়িদহ থেকে তিনজন যাত্রী তোলেন রিপন। এরপর থেকেই আর খোঁজ মেলেনি। শেষমেশ নুন্দহ এলাকায় তার মরদেহ পাওয়া গেছে। তাকে হত্যার পর গাড়ি ও ফোন নিয়ে গেছে খুনিরা। আমরা জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি চাই।’
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পুলিশ, র্যাব, ডিবি ও পিবিআই একসঙ্গে ছায়া তদন্ত শুরু করেছে।
নন্দীগ্রাম-কাহালু সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী জানান, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নাকের কাছে রক্ত ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ তিনি বলেন, ‘ভিকটিম ইজিবাইক চালকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।’