Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৭ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫২

ইউনূসুর রহমান হৃদয়

টাঙ্গাইল: জেলার কালিহাতীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে ইউনূসুর রহমান হৃদয় (১৮) নামে  এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক সেনাবাহিনীতে সদ্য মনোনীত হয়েছিলেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।

হৃদয় কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের পাছ জোয়াইর গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। পরিবারসহ তারা পৌর এলাকার সাতুটিয়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, ‘হৃদয় সেনাবাহিনীর সৈনিক পদে মনোনীত হওয়ার সুবাদে মঙ্গলবার সকাল ১১টার দিকে তার মায়ের সঙ্গে উপজেলা পরিষদের পুকুরে সাঁতার শিখতে যান। গাড়ির চাকার টিউব দিয়ে সাঁতার শেখার এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর