Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪২ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৩

প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে ‘বাংলাফ্যাক্ট’র বিশ্লেষণ শেয়ার করেছেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেননি বলে ‘বাংলাফ্যাক্ট’ নামক সরকারি একটি সংস্থার বিশ্লেষণে উঠে এসেছে। আর এই বিশ্লেষণটি অনেকের মতো নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি এই পোস্টটি শেয়ার করেন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিচালিত বাংলাফ্যাক্ট’র হয়, ড. ইউনুস বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলটি নির্বাচন করতে পারবে না। তার ভাষায়, ‘অন্যথায় আমরা নির্বাচন করতে পারব না।’ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভার সিদ্ধান্ত ছিল, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ’ থাকবে। ‍সুতরাং, ‘অ্যানি টাইম’ বলতে, বিচারকাজ শেষ করার পরের ‘কোনো এক সময়ের’ কথাই তিনি বুঝিয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জাতিসংঘ সফরকালে এক সাক্ষাতকারে ড. ইউনুস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং যেকোনো সময় ওই নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। তবে সেটি নির্বাচনের আগে কিংবা পরে তা স্পষ্ট করেননি তিনি।

সারাবাংলা/ইউজে/পিটিএম