ঢাকা: খাদ্য অধিদফতরের ৩য় ধাপের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর অধিদফতরের পরিচালক (প্রশাসন ) মাহবুবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ১৮৯ জন। এ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, লিখিত পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।
এই ঠিকানায় ফলাফলের বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর দেশের ৮টি বিভাগীয় জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খাদ্য অধিদফতরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।