Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাম জোটের নতুন সমন্বয়ক বজলুর রশীদ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৮ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৮

বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ

ঢাকা: বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজকে বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) থেকে তিনি এই দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গনমাধ্যমকে সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ বুধবার (১ অক্টোবর) থেকে পরবর্তী তিন মাস বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

উল্লেখ, বাম গণতান্ত্রিক জোট হচ্ছে বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক আদর্শের পতাকাবাহী কয়েকটি রাজনৈতিক দলের একটি জোট।

সারাবাংলা/এফএন/এইচআই

বজলুর রশীদ বাম জোট বাসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর