Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের প্রস্তুতিতে জামায়াত বিএনপির চেয়ে এগিয়ে: দুদু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৪ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৭

পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনে প্রস্তুতির ক্ষেত্রে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত এগিয়ে আছে। কারণ বিএনপি বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে কোন মনোনয়ন ঘোষণা করেনি। জামায়াত ইতোমধ্যে তাদের প্রার্থীতা চূড়ান্ত করেছে। তারা লিফলেট-পোস্টার প্রস্তুত করে নির্বাচনি প্রচার শুরু করেছে।

তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

নির্বাচনে জামায়াতের প্রতিবন্ধকতা প্রসঙ্গে দুদু বলেন, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা করছে না, বরং আরো দ্রুত এবং কার্যকরভাবে নির্বাচন প্রত্যাশা করছে। পার্বত্য এলাকায় সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, এতে কোনো না কোনো দলের ইন্ধন রয়েছে। এতে কেউ হয়তো পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে। বিগত ১৬ বছরে বিএনপি ভালো নির্বাচনের জন্য রক্ত দিয়েছে সংগ্রাম করেছে।

বিজ্ঞাপন

বিএনপির সাবেক এই সংসদ সদস্য আলমডাঙ্গা উপজেলার ৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং অনুদান দেন।

এসময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সদস্য আবু জাফর, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু ও সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর