ঢাকা: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি যদি বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে একটি ব্যয় বিলের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারে, তাহলে মার্কিন সরকারের অর্থায়ন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এর ফলস্বরূপ, কিছু—তবে সব নয়—মার্কিন সরকারি পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে এই তথ্যা জাানানো হয়।
মার্কিন রাজনীতিতে বাজেট নিয়ে সংঘাত নতুন কিছু না হলেও, এই বারের লড়াইটি বিশেষভাবে উত্তেজনাপূর্ণ। এর কারণ হলো, ট্রাম্প গত নয় মাস ধরে জাতীয় সরকারের আকার ব্যাপকভাবে ছোট করার চেষ্টা করছেন।
এই অচলাবস্থার মূল কারণ হলো— অক্টোবর এবং তার পরবর্তী সময়ের জন্য সরকারি পরিষেবাগুলোতে অর্থায়নের বিল পাসে দুই দলের ব্যর্থতা।
কংগ্রেসের উভয় কক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকলেও, সিনেটে (উচ্চ কক্ষ) একটি ব্যয় বিল পাসের জন্য তাদের প্রয়োজনীয় ৬০টি ভোট নেই। এই পরিস্থিতিতে, ডেমোক্র্যাটদের হাতে দর কষাকষির কিছু সুযোগ রয়েছে।
ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের পেশ করা বিলে সমর্থন দিতে অস্বীকার করছে। তাদের দাবি, এই বিলটি আমেরিকানদের জন্য স্বাস্থ্যসেবা কেনা আরও কঠিন করে তুলবে। তাই ডেমোক্র্যাটরা তাদের স্বাস্থ্যসেবা নীতির লক্ষ্যগুলো এগিয়ে নেওয়ার জন্য এই অচলাবস্থাকে ব্যবহার করছে।
১. কোটি কোটি আমেরিকানদের স্বাস্থ্য বীমার খরচ কমানোর জন্য দেওয়া ট্যাক্স ক্রেডিটগুলোর মেয়াদ বাড়ানো (যা শিগগিরই শেষ হতে চলেছে)।
২. ট্রাম্প কর্তৃক মেডিকেড-এ করা কাটছাঁট প্রত্যাহার করা।
৩. রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (CDC) এবং জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (NIH)-এর ব্যয়ে কাটছাঁটের বিরোধিতা করা।
অচলাবস্থা কখন ঘটবে?
যদি কোনো চুক্তি না হয়, তাহলে বুধবার রাত ১২টা ০১ মিনিটে (ইডিটি) যুক্তরাষ্ট্র গত প্রায় সাত বছরের মধ্যে তাদের প্রথম অচলাবস্থার সম্মুখীন হবে। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ সালের শেষ দিকে একবার সরকার শাটডাউন হয়েছিল।
সোমবার ট্রাম্প উভয় কক্ষের শীর্ষ ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতাদের সাথে বৈঠক করলেও, কোনো অগ্রগতি হয়নি।
অচলাবস্থার শঙ্কা কতটা?
বর্তমানে, সরকার আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা অনেক বেশি বলে মনে হচ্ছে। রিপাবলিকান পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এখন পর্যন্ত কোনো তাৎপর্যপূর্ণ ছাড় দিতে নারাজ। তারা মনে করছে, জনগণের দোষ ডেমোক্র্যাটদের ওপরই পড়বে, কারণ তারাই সরকারকে সচল রাখার বিনিময়ে দাবি জানাচ্ছে।
অন্যদিকে, ডেমোক্র্যাটরা মনে করে স্বাস্থ্য বীমা ভর্তুকি ধরে রাখার পক্ষে তাদের অবস্থান জনগণের কাছে জনপ্রিয়।
অতীতে, দীর্ঘ অচলাবস্থাকে রাজনৈতিকভাবে বিপজ্জনক হিসেবে দেখা হতো। কিন্তু এবার ট্রাম্প প্রশাসন দীর্ঘ সময়ের জন্য মার্কিন সরকারের বড় অংশ বন্ধ করে দিতে খুশি বলে মনে হচ্ছে।
কর্মকর্তারা হুমকি দিয়েছেন, তারা এই অচলাবস্থাকে কাজে লাগিয়ে “অ-অত্যাবশ্যকীয়” কর্মীদের চিহ্নিত করবেন, যাদের পরে স্থায়ীভাবে ছাঁটাই করা যেতে পারে।
গত নয় মাসে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে সরকারের আকার ছোট করে কর্মীদের ছাঁটাই করেছে। একটি অচলাবস্থা এই ব্যাপক কাটছাঁটের প্রক্রিয়াকে আরও গতি দিতে পারে।