Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, ১০ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১১:৪৯ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ১৪:২৮

ঝোড়ো হাওয়া। ছবি: সারাবাংলা

ঢাকা: দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপটি দ্রুত ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই দেশের ১০ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের সঠিক গতিপথ ও শক্তি সম্পর্কে নিশ্চিতভাবে জানাতে আরও কিছুটা সময় লাগবে। তবে বঙ্গোপসাগরে অবস্থানরত জাহাজ ও মৎস্যজীবীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আবহাওয়াবিদদের মতে, অক্টোবরের শুরুতেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা মৌসুমি বায়ুর বিদায়কালীন অস্থিতিশীলতার কারণে স্বাভাবিক। তবে এবার মৌসুমি নিম্নচাপ দ্রুত ঘনীভূত হওয়ায় সতর্কতার মাত্রা বেড়েছে।

এরইমধ্যে উপকূলীয় এলাকায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে সমুদ্রগামী মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

সতর্কতা: উপকূলীয় মানুষকে আবহাওয়া অধিদফতর ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর