Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

স্পেশাল করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১২:৪৮

পূজা মণ্ডপ পরিদর্শনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

ঢাকা: শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে শেষ করতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অষ্টমীতে তারা হঠাৎ সোনারগাঁও উপজেলার বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মণ্ডপে উপস্থিত হন। এরপর পঞ্চমীঘাটসহ একাধিক পূজা মণ্ডপ ঘুরে নিরাপত্তা ব্যবস্থার খোঁজ-খবর নেন।

এই সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজার উৎসব নির্বিঘ্নে শেষ করতে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা দরকার সবই নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই প্রতিবছরের ন্যায় এবারও শারদীয়া দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ হবে। এর জন্য যা যা কিছু দরকার আমরা সবই করছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের পুরো টিম পরিদর্শনে এসেছে। আমাদের সঙ্গে আছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার এবং স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারও।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আপনারা আপনাদের মতো করে ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। এর জন্য কোনো সংশয় নেই, কোনো শঙ্কা নেই। এই নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি।

তিনি আরও বলেন, এই উৎসবে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য ধর্মালম্বী লোকেরাও আপনাদের পাশে আছেন। আমি যতগুলো পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়েছি, দেখেছি সব সম্প্রদায়ের মানুষ আপনাদের সহযোগিতা করছেন। সেই সহযোগিতা প্রতিমা বিসর্জন পর্যন্ত থাকবে বলে আমি বিশ্বাস করি।

পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, জেলার সাতটি থানায় উৎসবমুখর পরিবেশে পূজা হচ্ছে। পুলিশ বাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীও নিরাপত্তায় কাজ করছে। প্রতিটি মণ্ডপে পুলিশ, সাদা পোশাকের সদস্য ও গোয়েন্দারা সার্বক্ষণিক নজরদারি করছে। বিসর্জন পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।”

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, আশ্রম কমিটির সভাপতি অশোক কুমার রায়, সেক্রেটারি শংকর কুমার দে, ব্যবস্থাপক নয়ন চন্দ্র গোলদার, পঞ্চমীঘাট পূজা মণ্ডপের সভাপতি প্রদীপ পোদ্দার ও পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার।

বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর