নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো.সাঈদ (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমটুয়া গ্রামে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিন ভোরে একই স্থানে এই ঘটনা ঘটে।
মৃত মো. সাঈদ একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে উপজেলার পূর্বচরমটুয়া গ্রামে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় থেমে থেমে বজ্রপাতও হয়। ওই সময় বৃষ্টিতে বাড়ির পাশে ধানক্ষেতে মাছ ধরতে যায় সাঈদ । সেখানে একপর্যায়ে বজ্রপাতে তিনি মারা যান। পরে সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে তার পরিবারের লোকজনদের খবর দেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।