Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১৬:০১

রাজবাড়ীতে কেক কেটে ও ফ্রী স্বাস্থ্য সেবার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

রাজবাড়ী: রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে শহরের সজ্জনকান্দা এলাকার সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে একটি র‍্যালি বের হয়ে বড়পুলে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা এবং কেক কেটে ও ফ্রী স্বাস্থ্য সেবার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি গোলাম রুসুল বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য দেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো রহিম উল্লা লিটনের সঞ্চালনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব,সাবেক দফতর সম্পাদক এ মজিদ বিশ্বাস বক্তব্য দেন। এ সময় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলার সাংগঠনিক সম্পাদক মো. মহিদ, সদর উপজেলা শাখার সভাপতি ইব্রাহীম আজাদ, সাধারণ সম্পাদক মুনছুর উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘পল্লী চিকিৎসকরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে সেবা দিয়ে থাকেন। গ্রামের একটি লোক অসুস্থ হলে প্রথম ডাক্তারি সেবা তারাই দেন। গ্রামে কোনো এমবিবিএস ডাক্তার না থাকায় এবং শহরের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অধিকাংশ গ্রামীণ জনগণ পল্লী চিকিৎসকদের ওপর নির্ভরশীল। তাদের অবদানের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর