ঢাকা: আওয়ামী লীগ দেশের জনগণের প্রতি যে অপরাধ করেছে, তার জন্য তাদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, ‘বিএনপি সবসময় একটি কথা বলে আসছে—যারা গণহত্যা করেছে, যারা আদেশ দিয়েছে কিংবা যারা এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। সেটা সাবেক প্রধানমন্ত্রী হোক, বড় কোনো নেতা হোক কিংবা সরকারি কর্মকর্তা কেউই ছাড়া পাবে না।’
তিনি বলেন, ‘গত ১৫ বছরে আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানুষকে গুম করেছে, নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে, জনগণের সম্পদ লুট করেছে এবং বিদেশে পাচার করেছে। এসব অপরাধে জড়িতদের বিচারের মুখোমুখি করতেই হবে।’
২৪ সালের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘দিনের ভোট রাতে করেছে তারা। এত অন্যায়ের পরও যদি তাদের কোনো অনুশোচনা না থাকে, সেটি হতে পারে না। আওয়ামী লীগকে জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। জনগণ সিদ্ধান্ত নেবে, ক্ষমা করবে কি করবে না।’
ডা. জাহিদ আরও বলেন, ‘বিএনপি ও গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তির ঐক্যই প্রমাণ করেছে আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছিল। যদি সত্যিকারের রাজনীতিবিদ হতো, তাহলে শেখ হাসিনা মাঠে থেকে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতেন, পালাতেন না।’