চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বদর আলী (২৮) নামের বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। ওই যুবক চোরকারবারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
বুধবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর মিনি ক্যাম্প মাঠে শূন্যরেখা অতিক্রমের কারণে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। বদর আলী একই এলাকার করিম আলীর ছেলে।
বদর আলীর স্ত্রী জোসনা খাতুন বলেন, ‘সকালে একজন খবর দেয়, বিএসএফ আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। সে এখন কেমন আছে, বেঁচে আছে, নাকি মেরে ফেলেছে- কিছুই জানি না।’ স্থানীয় বাসিন্দা রিফাত জানায়, সকাল ৭টার দিকে বদর আলীকে বিএসএফ ধরে নিয়ে গেছে। তিনি দূর থেকে দেখেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সীমান্ত থেকে বাড়ি ফেরেন বদর আলী। পরে ওইদিন রাত ৮টার দিকে খাওয়া-দাওয়া শেষে বের হন। এর পর বুধবার সকাল ৭টার দিকে ভারতের সীমান্ত রেখা দিয়ে বদর আলীসহ কয়েকজন ফিরছিল। এ সময় বদরকে বিএসএফ’র এক সদস্য লাঠি দিয়ে আঘাত করে। পরে তিনিও তাকে পালটা আঘাত করে পালিয়ে আসার চেষ্টা করে। কিন্তু তখন কয়েকজন বিএসএফ সদস্য বদরকে ধরে মারতে মারতে নিয়ে যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং পরে বিজিবি ক্যাম্প কমান্ডারের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে, কী কারণে বিএসএফ বদরকে ধরে নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রফিকুল আলম জানান, একটি অসমর্থিত সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে বেনীপুর সীমান্তের শূন্যরেখা থেকে বিএসএফ’র নোনাগঞ্জ ক্যাম্প সদস্যরা একজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ চলছে।