Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বন্ধ হলো ইন্ডিয়ান ভিসা সেন্টার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১৮:৫৯ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ২০:১৩

ইন্ডিয়ান ভিসা সেন্টার

সাতক্ষীরা: সাতক্ষীরায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ হয়েছে। ভবন মালিককে লিখিতভাবে ঘর ছাড়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২৮ আগস্ট) বাংলাদশে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ডেপুটি চিফ অপারেটিং অফিসার সই করা পত্রে ভবন মালিককে জানানো হয়, বুধবার (১ অক্টোবর) ভবনটি থেকে ভিসা সেন্টারটি খালি করা হবে।

২০১৯ সালের ১ জানুয়ারি থেকে শহরের ইটাগাছা এলাকায় সংগ্রাম প্লাজায় ফ্ল্যাট ভাড়া নিয়ে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটি চালু করেছিল বাংলাদেশ ইন্ডিয়ান হাই কমিশন।

ভবনটির ম্যানেজার লক্ষীনাথ গাইন জানান, এক মাস আগে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটির কর্তৃপক্ষ ঘর ছাড়ার জন্য একটি পত্র দিয়েছিল। তারা জানিয়েছে, সাতক্ষীরায় ভিসা অফিস রাখবে না। ভাড়া নিয়ে অফিস পরিচালনা করতেন তারা।

বিজ্ঞাপন

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দুই মাস চালু ছিল সেন্টারটি। এরপর থেকে অফিসটি তালাবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর