Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পূজামণ্ডপে বিচ্ছিন্ন ঘটনায় ১৯ নাশকতাকারীকে গ্রেফতার করেছি’

স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১৯:১৫ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ২০:৩৩

র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, ৩৫ হাজারের মণ্ডপের মধ্যে ৪৯টি মণ্ডপে কিছু কাপুরুষ বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। এ ঘটনায় আমরা ১৯ জনের বেশি নাশকতাকারীকে গ্রেফতার করেছি। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছি।

বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় পূজামণ্ডপ পরিদর্শনকালে এ তথ্য জানান তিনি।

র‍্যাবের ডিজি বলেন, বাংলাদেশ সব ধর্ম ও গোত্রের। আমরা সমান অধিকার নিয়ে নিজ নিজ ধর্মের উৎসব পালন করব। এখানে বাধা দেওয়া বা বিঘ্ন ঘটানোর মতো কোনো ঘটনা ঘটবে না। আমাদের ভালবাসার সম্পর্ক যেন অটুট থাকে।

তিনি বলেন, সবচেয়ে ভালো হতো পূজা, ঈদের নামাজ বা বড়দিন যদি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারা ছাড়া করতে পারতাম। সেটিই হতো আমাদের পূর্ণাঙ্গ আনন্দ। আশা করি সেই দিন আসবে। আমরা সবাই সমান অধিকার নিয়ে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করব। একে অপরকে সহায়তা করব। এখানে বাধা দেওয়ার কেউ থাকবে না। ধর্মীয় উৎসবগুলো কোনো পাহাড়া ছাড়া আমরা উদযাপন করতে পারব।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর