Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: অধ্যাপক শহীদুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১৯:৪৪ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ২০:৩৩

জনসভার মঞ্চে অধ্যাপক শহীদুল ইসলাম। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। পিআর-এর নাম করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে একটি পক্ষ। জনগন নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। যথা সময়ে নির্বাচন হবে, এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এর মধ্যে দিয়ে দেশের সকল সংকট সমস্যার সমাধান হবে।

বুধবার (১ অক্টোবর) বিকেল ৫টায় ৩১ দফা বাস্তবায়নে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এসময় অতিথি পাখিদের বাদ দিয়ে দলের পরীক্ষিত জনপ্রিয় নেতাদের দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান জনসভার প্রধান বক্তা ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম মালিথা।

বিজ্ঞাপন

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে এই জনসভায় মিরপুর ও ভেড়ামারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এর আগে বিকেল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জনসভায় যোগ দিতে থাকেন।

সারাবাংলা/জিজি

অধ্যাপক শহীদুল ইসলাম দেশি-বিদেশি ষড়যন্ত্র নির্বাচন বানচাল