মার্কিন সরকার তার কার্যক্রমের বেশিরভাগ অংশ বন্ধ বা ‘শাটডাউন’ করে দেওয়ায় বিশ্ববাজারে অস্থিরতা দেখা যায়। এর প্রভাবে ওয়াল স্ট্রিটের ফিউচার এবং ডলারের মান নিম্নমুখী হয়েছে, অপরদিকে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
বুধবার (১ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, অর্থায়ন চুক্তির অচলাবস্থা থেকে বেরিয়ে আসার কোনো স্পষ্ট পথ না থাকায় এই সরকারি অচলাবস্থা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এ দিন সোনার দাম আউন্সপ্রতি ৩,৮৯৫ ডলারে পৌঁছে, যা টানা তৃতীয় সেশনের জন্য একটি রেকর্ড উচ্চ মূল্য।
স্পট মার্কেট তথা তাৎক্ষণিক বাজারে সোনার দাম দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৩ হাজার ৮৯১ দশমিক ৯৬ ডলার হয়েছে। আবার আগামী ডিসেম্বরে সরবরাহ করা হবে এমন সোনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ফিউচার স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৮ দশমিক ৬০ ডলারে।
অন্যদিকে, সংস্থাগুলো সতর্ক করেছে যে সরকারি শাটডাউনের কারণে বহু প্রতীক্ষিত সেপ্টেম্বরের কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ বন্ধ থাকবে। এ ছাড়াও, প্রতিদিন ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ে প্রায় ৭,৫০,০০০ ফেডারেল কর্মীকে সাময়িক ছুটিতে পাঠাতে হবে।
ফরভিস মাজারসের প্রধান অর্থনীতিবিদ জর্জ লাগারিয়াস বলেছেন, ‘সাধারণ ধারণা হলো, এই ধরনের ঘটনাগুলোর স্বল্পমেয়াদী প্রভাব থাকে, দীর্ঘমেয়াদী নয়, এবং বাজার তা জানে।’
তিনি আরও বলেন, ‘তথ্যের অভাবে আমরা ধরে নেব যে বর্তমান অর্থনৈতিক প্রবণতা অব্যাহত থাকবে। যদি একটি শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধারের কোনো প্রমাণ না থাকে, তবে ফেডারেল রিজার্ভ (ফেড) তার বর্তমান নীতিতেই চলার সম্ভাবনা বেশি।’