ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হাসিনার পতনের ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। প্রবাসীরা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, বিদেশের বিভিন্ন শহরে মানববন্ধন-সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে বাংলাদেশের বাস্তব চিত্র ও গণতন্ত্রকামী জনতার দুঃখের কথা আন্তর্জাতিক মহলে তুলে ধরেছেন।
বুধবার (১ অক্টোবর) কানাডার টরেন্টোতে আয়োজিত প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, বিশেষ করে ৫ আগস্টের পর প্রবাসীরা আন্তর্জাতিক পর্যায়ে হাসিনাবিরোধী জনমত সৃষ্টি করতে সক্ষম হন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের আবহে আছে। জনগণ ভোটমুখী এবং যেকোনো বিভ্রান্তি বা বাধা দেওয়ার চেষ্টা হলে তা প্রত্যাখ্যান করবে। দুলুর মতে, জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু তারেক রহমান, যিনি দেশের তরুণ সমাজ থেকে আপামর জনগণের স্বপ্ন ও প্রত্যাশার প্রতীক।
সভায় সভাপতিত্ব করেন প্রবাসী বিএনপি নেতা সুমন জাফর। উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সভাপতি আহাদ আলী মজিবুর রহমান এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সাল আলী প্রমুখ।