নীলফামারী: পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আন্দোলন করলেও বর্তমান নিয়মে নির্বাচনে অংশ নিতে জামায়াত সবদিক দিয়ে এগিয়ে রয়েছে। তারা ইতোমধ্যে প্রার্থী ঘোষণা সম্পন্ন করে ব্যাপকভাবে নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুতরাং পিআর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে এ রকম কোনো আশঙ্কা নাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যারা পিআর চাচ্ছে তাদের অধিকার আছে জনগণের কাছে গিয়ে এই বিষয়ে কথা বলার। তাই তারা কর্মসূচি দিচ্ছে। তবে পিআর পদ্ধতি সাংবিধানিক বিষয়। তারা যদি ক্ষমতায় যায় তখন এই পদ্ধতি সংযোজন করতে পারবেন। এটা বিএনপির কাজ নয়। বিএনপি শতবছর ধরে চলে আসা পদ্ধতিতেই নির্বাচন করবে। সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’
শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। সকল ধর্মের সহাবস্থান নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতলী আমরা সবাই বাংলাদেশি। সবার সমান অধিকার। এখানে কোনো ভেদাভেদ নাই। এই চিন্তা ও বিশ্বাসকে ধারণ করেই শহিদ জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন।’
তিনি আরও বলেন, ‘একইভাবে বেগম খালেদা জিয়া দলকে সুসংগঠিত করে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে চলেছেন। বিগত ১৬ বছর ধরে তারেক রহমান আন্দোলন সংগ্রাম করে জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় সদা সংকল্পবদ্ধ। তাই গণতন্ত্রের জন্য সকল লড়াইয়ে অগ্র ভূমিকা রেখেছি। চব্বিশের ঘটনায়ও তার প্রমাণ রয়েছে।’
তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তারা মারা গেলেও আমাদের মাঝে আছেন। আমরা তাদের স্মরণ করি এবং তাদের ত্যাগের বিনিময়ে স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার চেষ্টা করছি। তারেক রহমান বলেছেন এবারের নির্বাচন অতো সহজ নয়। তাই সবার কাছে যেতে হবে। ভোট আদায় করতে হবে। তাহলেই বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা সম্ভব হবে। এ জন্য নেতাদের প্রতি তিনি সে অনুযায়ী কাজ করার আহ্বান জানান।’
সৈয়দপুর শহরের শহিদ তুলশীরাম সড়কস্থ উপজেলার প্রধান পূজামণ্ডপে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, বাংলাদেশ হিন্দু কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সৈয়দপুর জেলা বিএনপির সহ-সভাপতি সুমিত কুমার আগারওয়ালা নিক্কি ও সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন।
এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা বেগমসহ অন্যান্য নেতাকর্মী এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার পোদ্দারসহ সংশ্লিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিরা।
এর আগে শামসুজ্জামান দুদু সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছলে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়নপ্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ও আন্তর্জাতিক খ্যাতিমান কণ্ঠশিল্পী বেবী নাজনীন।