Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানুষ ভয়-ভীতি-শঙ্কামুক্তভাবে পূজা উপভোগ করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ০১:০৬ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ১০:৪২

ফরিদপুর: জেলা পুলিশ সুপার জনাব মো. আব্দুল জলিল বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা ভয়-ভীতি শঙ্কা মুক্তভাবে শারদীয় দুর্গা উৎসব পালন করছে। জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের আইন-শৃঙ্খলার ব্যবস্থা রয়েছে। সম্প্রীতির এই বন্ধন ধরে রেখে শান্তিপূর্ণ পরিবেশেই বিজয় দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব সমাপ্ত হবে এমনটি প্রত্যাশা করেন তিনি।

বুধবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে পুলিশ সুপার মোহম্মদ আব্দুল জলিল শহরের চৌধুরীপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, শিংপাড়াসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন।

শারদীয় দূর্গা উৎসবে শেষ দিনগুলোতেও জেলার প্রতিটি মণ্ডপে উপচে পড়া ভিড় রয়েছে। বিকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে পুজা উদযাপন করছেন তারা।

বিজ্ঞাপন

এদিকে আগামীকাল বৃহস্পতিবার শহরের গোয়ালচামটস্থ কুমার নদীর পাড়ে বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আজমির হোসেন, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান চন্দ্র সাহা ও বড় বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী কামরুল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর