ঢাকা: বায়ু দূষণে আবারও বিশ্বের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৮১, যা “মডারেট” বা সহনীয় মাত্রায় থাকলেও স্বাস্থ্যঝুঁকি পুরোপুরি কাটেনি। এ সূচকে বর্তমানে ঢাকা বিশ্বের ১৬তম দূষিত শহর।
এ তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (AQI ১৭৪), দ্বিতীয় স্থানে কাতারের দোহা (AQI ১৫৮) এবং তৃতীয় স্থানে কঙ্গোর রাজধানী কিনশাসা (AQI ১৪৪)।
বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ু দূষণের প্রধান উৎস হলো পুরোনো যানবাহনের ধোঁয়া, নিয়ন্ত্রণহীন নির্মাণকাজের ধুলা, ইটভাটা এবং বর্জ্য পোড়ানো। বছরের অধিকাংশ সময় ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ (Unhealthy) মাত্রায় থাকে। বিশেষ করে শীত মৌসুমে পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, দূষিত বায়ুতে বসবাসের কারণে বাংলাদেশে প্রতিবছর কয়েক লাখ মানুষ শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ ও ফুসফুসজনিত জটিলতায় আক্রান্ত হচ্ছেন। শিশু ও বৃদ্ধদের উপর এর প্রভাব সবচেয়ে বেশি।
পরিবেশবিদরা মনে করছেন, ঢাকার বায়ু দূষণ কমাতে—
- পুরোনো যানবাহন অপসারণ,
- নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ,
- পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার,
- ইটভাটার আধুনিকীকরণ এবং
- সবুজায়ন কার্যক্রম বাড়ানোর বিকল্প নেই।