Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১১:৩৯ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ১৩:৫১

স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ। ছবি: সংগৃহীত

‎বরিশাল: ‎বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাড়ির আঙিনায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোনায়েম হোসেন চৌধুরী (৪২) নামে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে জেলার বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামে। এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

‎মোনায়েম হোসেন চৌধুরী রহমতপুরের ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

‎নিহতের স্বজন ও এলাকাবাসীর বরাতে বাবুগঞ্জ থানার ওসি মো. জহিরুল আলম জানান, শিক্ষক মোনায়েম হোসেন চৌধুরী বেশ কিছুদিন ধরে পারিবারিক ও মানসিক চাপে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই চাপ থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

‎তিনি আরও জানান, বিষয়টির তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বৃহস্পতিবার সকালে ওই শিক্ষকের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিজি

ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর