Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউ’র শুভেচ্ছা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১২:২৯ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ১২:৩৩

ঢাকা: বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’ ২৭ বছরে পদার্পণ করেছে বুধবার (১ অক্টোবর)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যরাসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক চ্যানেল আই পরিবারকে এ শুভেচ্ছা জানান।

তারা বলেন, চ্যানেল আই মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকদের পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতারা আশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

উগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩
২৩ অক্টোবর ২০২৫ ০৮:২৩

আরো

সম্পর্কিত খবর