Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরদীতে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১২:২৫ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ১৫:২২

উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সবুজ প্রমানিক (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও হেলপারসহ আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পৌর এলাকার অরণকোলা হারুখালির মাঠের সামনে বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বড়মাটিয়া গ্রামের খোকন প্রমানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী ট্রাকস্ট্যান্ড থেকে একটি খালি ট্রাক পাবনা যাচ্ছিল। এসময় ঢাকা থেকে আসা একটি পন্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ওই খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক সবুজ নিহত হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতর থেকে নিহত চালক সবুজের মরদেহ উদ্ধার করে এবং আহতদের দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে তিনজন আহত হয়েছেন। আমরা মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর