Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম

স্টাফ করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১৪:২২ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ১৫:২৫

সংগৃহীত প্রতীকী ছবি।

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৩০ কিলোমিটার, মোংলা থেকে ৭৩৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে গভীর নিম্নচাপের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামীকাল শুক্রবার সকালে গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। তিনি বলেন, বর্ষা মৌসুমে সাধারণত ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ থাকে না। তবে নিম্নচাপের প্রভাবে দেশে বৃষ্টিপাত বাড়বে এবং তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়ে গরমের তীব্রতা কমতে পারে।

এর আগে, আবহাওয়া অফিস জানিয়েছিল যে সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

সারাবাংলা/এফএন/জিজি

ঘূর্ণিঝড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর