Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

স্টাফ করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১৪:৪৩ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ১৫:৫৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকরা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমকর্মীরা এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফেরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সফরসঙ্গীরা। তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপির নেতা হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করছিলেন। এ সময় এনসিপির নেতাকর্মীরা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। তখন এক সাংবাদিক তাদের থামতে অনুরোধ করলে এনসিপির নেতাকর্মীরা উল্টো তাদের ওপর চড়াও হন। এতে সাংবাদিকরা লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিকরা এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে স্থান ত্যাগ করেন।

উল্লেখ, গত ২৩ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যান। সফরসঙ্গী ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপি নেতারা। ৯ দিনের সফর শেষে আজ তারা দেশে ফেরেন।