Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে দুর্গা পূজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১৬:১৭ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ২১:৩৪

রংপুর জেলায় ৯১২টি মণ্ডপে দুর্গা পূজা হচ্ছে। ছবি: সংগৃহীত

রংপুর: রংপুরে শান্তি আর সম্প্রীতির আলোয় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের বিজয়াদশমী। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে মন্ত্রোচ্চারণ, ধূপের সুবাস, আরতির আলো আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে রংপুরের প্রতিটি পূজামণ্ডপ।

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব। হিন্দু শাস্ত্র অনুযায়ী, দশমীর দিনে দেবী দুর্গা মর্ত্য ছেড়ে ফিরে যাবেন স্বামীগৃহ কৈলাসে। তাই মণ্ডপগুলোতে আজ শুধুই বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকঢোলের বাজনায় থাকবে দেবী দুর্গার বিদায়ের সুর। বিসর্জনের সকালে হয়েছে বিহিত পূজা। এরপর হবে দর্পণ ও বিসর্জন।

বিজ্ঞাপন

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।

রংপুর জেলা ও মহানগরে এ বছর মোট ৯১২টি মণ্ডপে দুর্গা পূজা উদযাপিত হচ্ছে। মহানগরের ৩৩টি ওয়ার্ডে ১৫৪টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। জেলার আট উপজেলায় ৭৪১টি মণ্ডপে চলছে উৎসব। এর মধ্যে কোতোয়ালিতে ৯১টি, গঙ্গাচড়ায় ৯৬টি, তারাগঞ্জে ৬১টি, বদরগঞ্জে ১০৬টি, মিঠাপুকুরে ১৩৯টি, পীরগঞ্জে ৮৯টি, পীরগাছায় ৮৭টি এবং কাউনিয়ায় ৭২টি মণ্ডপ রয়েছে। এছাড়া, বদরগঞ্জ পৌরসভায় ১০টি এবং পীরগঞ্জ পৌরসভায় ৭টি মণ্ডপে পূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শারদীয় দুর্গা পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা ও মহানগর শাখার আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় বলেন, ‘রংপুরে ৯১২টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে। সম্প্রীতির শহর রংপুরে সব ধর্মাবলম্বীর সহযোগিতায় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। জেলা ও পুলিশ প্রশাসন আমাদের পাশে রয়েছে। আমরা রংপুরবাসীর সহযোগিতা কামনা করছি।’

রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম জানান, দুর্গা পূজার নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। ঝুঁকিপূর্ণ মণ্ডপে সিসিটিভি, নারী পুলিশ, মোবাইল টহল ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, পূজা কমিটির সঙ্গে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

সারাবাংলা/জিজি

দুর্গা পূজা রংপুর শান্তিপূর্ণ