Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মার্ট টেকনোলজিসের রিয়ালভিএনসি সেবা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১৬:৪৭ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ১৮:১১

স্মার্ট টেকনোলজিসের রিয়ালভিএনসি সেবা শুরু। ছবি: সংগৃহীত

ঢাকা: এখন থেকে বিশ্বের অন্যতম শীর্ষ রিমোর্ট এক্সেস অ্যান্ড কনট্রোল সফটওয়্যার রিয়ালভিএনসি’র সবধরনের সেবা দেবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ও রিয়ালভিএনসি’র মধ্যে সেবা পরিবেশনসংক্রান্ত চুক্তি সই হয়েছে। রিয়ালভিএনসি’র মাধ্যমে যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান খুব সহজেই বিশ্বের যেকোনো স্থান থেকে নিরাপদে তাদের কম্পিউটার, সার্ভার ও অ্যাপ্লিকেশন অ্যাক্সেস এবং পরিচালনা করতে পারবেন। ফলে সময় ও খরচ সাশ্রয় হবে এবং উৎপাদনশীলতা বাড়বে।

রিয়ালভিএনসি’র মূল ফিচারের মধ্যে রয়েছে সিকিউর রিমোট এক্সেস। যার মাধ্যমে এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিশ্চিত করে যে, ইউজারের সংযোগগুলো সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। এতে থাকছে ক্রস-প্ল্যাটফর্ম সাপোর্ট। যার ফলে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, রাস্পবেরি পাই এবং মোবাইল ডিভাইস জুড়ে নির্বিঘ্নে কাজ করে। রিয়ালভিএনসি’র মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়বে। কারণ, এর মাধ্যমে আইটি টিম শারীরিকভাবে উপস্থিত না হয়ে দ্রুত রিমোট সহায়তা দিতে পারে। রিয়ালভিএনসি’র আরও দুটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে খরচ সাশ্রয় ও স্কেলেবল লাইসেন্সিং।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এন্টারপ্রাইজ ও করপোরেট প্রতিষ্ঠান, এসএমবি প্রতিষ্ঠান, এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, হেলথকেয়ার ও ফ্রিল্যান্সারদের জন্য রিয়ালভিএনসি সবচেয়ে বেশি কার্যকর হতে পারে বলে জানিয়েছে স্মার্ট টেকনোলজিস এর সফটওয়্যার টিম।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

রিয়ালভিএনসি সেবা স্মার্ট টেকনোলজিস