পাবনা: জেলার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এছাড়া, দুর্ঘটনাগুলোতে আহত হয়েছেন চারজন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ঈশ্বরদী-পাবনা মহাসড়কের অরণকোলার এবং ঈশ্বরদী- লালপুর আঞ্চলিক মহাসড়কের আড়াম বাড়ীয়ায় দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বড়মাটিয়া গ্রামের খোকন প্রমানিকের ছেলে সবুজ প্রামানিক (৩৫) এবং ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের আরামবাড়ীয়ার গোপালপুর গ্রামের পীযূষ কুন্ডুরছেলে দিব্য কুন্ডু (২২)। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের অরণকোলার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবুজ প্রমানিক নামের এক চালক নিহত হন। এ ঘটনায় চালক-হেলপারসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
অপরদিকে, উপজেলার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের আরামবাড়ীয়ায় বেলা আড়াইটার দিকে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী দিব্য কুমার কুন্ডু নামের অপরজন নিহত হয়। এ সময় মোটরসাইকেল আরোহী আহত হন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নূর জানান, সকালে দুই ট্রাকের সংঘর্ষে একজন ও দুপুরে মোটরসাইকেলের ধাক্বায় বাইসাইকেল আরোহী অপর আরেকজন নিহত হয়েছেন।