Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না: মাহমুদ হাসান খান বাবু


২ অক্টোবর ২০২৫ ১৮:৫১ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ২১:৩০

বক্তব্য দিচ্ছেন মাহমুদ হাসান খান বাবু। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা: বিএনপি ধর্ম নিয়ে কোনো রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর পৌর পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

বাবু খান বলেন, ‘আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। যে বক্তব্য তারেক রহমান দিয়েছেন, সেটাই আপনাদের কাছে পৌঁছাতে এসেছি। তিনি বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশ আমাদের সবার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশের মানুষ।’

বিজ্ঞাপন

বিজিএমইএর সভাপতি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ, যে যার অবস্থান থেকে কাজ করব। আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ভুল-ক্রুটি থাকতে পারে, সেটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, যার যার ধর্ম সে পালন করবে। আমরা এটা মনে-প্রাণে ধারণ করি।’

জেলা বিএনপির সভাপতি আরও বলেন, ‘ধর্ম নিয়ে মাঝে মাঝে এক ধরনের ষড়যন্ত্র তৈরি করা হয় এবং সংখ্যালঘু, সংখ্যাগুরু নিয়ে বয়ান দেওয়া হয়। এই বয়ান থেকে আমরা সম্পর্ণ দূরে থাকব। আমরা সংখ্যালঘু, সংখ্যাগুরু এসব বয়ানে বিশ্বাসী না। পূজা বিসর্জনের দিন আজ। আপনারা ধর্মীয় আচার-আচারণ পালন করেন। আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’

এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সহসভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, খোকা, সরোয়ার হোসেন, সাইদুর, রনন, সুমন, বাদশা, ছাত্রদলের সদস্য সচিব রিমন প্রমূখ।

ধর্ম নিয়ে রাজনীতি বিএনপি মাহমুদ হাসান খান বাবু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর