Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ নিশ্চিতে পিআর-ই একমাত্র সমাধান’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১৯:৫৮ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ২১:২৮

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন এক্সপ্লোরেটরি মিশনের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি করেছেন। এসময় ইসলামী আন্দোলনের নেতারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা সুগম করতে এবং স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ নিশ্চিত করতে পিআর-ই একমাত্র সমাধান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খাইরুল আহসান মারজান, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার।

বিজ্ঞাপন

ইউরোপীয় ইউনিয়নের এক্সপ্লোরেটরি মিশনের টিম লিডার ম্যাটি বাক্কেন, লিগ্যাল এডভাইজর ম্যানুয়েল ওয়ালি উপস্থিত বৈঠকে ছিলেন।

এই মিশনটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশন পাঠানোর সম্ভাব্যতা যাচাই ও রাজনৈতিক দলগুলোর অবস্থান, প্রত্যাশা নিয়ে আলোচনা করার লক্ষ্য নিয়ে বাংলাদেশে এসেছে।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল দেশের নাগরিক ভাবনা, বিগত নির্বাচনগুলোর তিক্ত অভিজ্ঞতা, দলের নির্বাচনি ভাবনা, চলমান রাজনৈতিক আন্দোলন বিষয়ে কথা বলেন। এসময় তারা রাষ্ট্র পরিচালনায় জনমতের সত্যিকারের প্রতিফলনের জন্য পিআর এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস

একমাত্র নিশ্চিত পিআর বিলোপ সমাধান স্থায়ী স্বৈরতন্ত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর