Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি ক্ষমতায় এলে ‘কৃষি কার্ড’ চালু করা হবে: সরদার এম জাহাঙ্গীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ২১:০১ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ০৯:৫১

জনসভায় সরদার এম জাহাঙ্গীর হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা:  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (চীন) সরদার এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা নায্যমূল্যে সার, কীটনাশক ও বীজ তাদের সামর্থ্যের মধ্যে ক্রয় করতে পারবে। পাশাপাশি কৃষক যেন তাদের উৎপাদিত ফসলে লাভজনক ও নায্যমূল্য পায়, তা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) পাবনার সাঁথিয়ায় ৪ নং ওয়ার্ডে আয়োজিত ‘তৃণমূল মানুষের উন্নয়নের কথা’ শীর্ষক জনসভায় তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং তাদের চাওয়া-পাওয়ার রাজনীতি তুলে ধরতে এ জনসভার আয়োজন করে বনগ্রাম দক্ষিণপাড়া এলাকাবাসী।

বিজ্ঞাপন
জনসভায় সাধারণ ভোটাররা

জনসভায় সাধারণ ভোটাররা

সরদার এম জাহাঙ্গীর বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘মেডিকেল কার্ড’ দেওয়া হবে, যা সাধারণ মানুষের হাতের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেবে।

তৃণমূলের সাধারণ মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, জনগণ এমন নেতা চায়, যারা এলাকার সাধারণ মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ ও উন্নয়ন, বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং সর্বাগ্রে সন্ত্রাস, দখল ও লুটপাট বন্ধ করে সুশাসন নিশ্চিত করবে। তিনি জোর দিয়ে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে তৃণমূল জনগণ প্রত্যাশার ভিত্তিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই জনগণের জন্য সুনির্দিষ্ট কিছু ভবিষ্যৎ পরিকল্পনার কথা তার ৩১ দফায়  জানিয়েছেন।

জনসভায় সাধারণ ভোটার, কৃষক, দিনমজুরসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/এসএস

'কৃষি কার্ড' কৃষক ক্ষমতায় চালু বিএনপি সরদার এম জাহাঙ্গীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর