ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নাগরিক ঐক্যের মধ্যে শাপলা প্রতীক নিয়ে টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার ফেসবুক পোস্ট ঘিরে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না।’ আবার রাতেই পোস্টটি এডিট করে তিনি লেখেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না। কিন্তু প্রতিবাদ তো করব।’
তার এই পোস্ট এডিট করার বিষয়টি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার পোস্টের এডিট হিস্ট্রি শেয়ার করে মন্তব্য করেন, ‘উপরের চাপ বলে একটা জিনিস আছে, যেটা এখনও এক্সিস্ট করে।’
প্রথম পোস্টটি এডিট হওয়ার আগে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজ সেটি শেয়ার করে স্বাগত জানিয়েছিল। দলের নেতারা মান্নাকে ধন্যবাদও জানান। তবে পরে এডিটের পর সমর্থকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সারাবাংলা ডটনেট’র হাতে থাকা স্কিন শটে দেখা যাচ্ছে, বিকেলের দিকে মান্না তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না।’ এমনকি কমেন্টে আরও যোগ করেন, এনসিপির নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছিল এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতে তাদের ভূমিকার প্রতি তিনি সহানুভূতিশীল।
কিন্তু রাতেই আবার পোস্টটি এডিট করে মান্না লেখেন, ‘মামলা নয়, তবে প্রতিবাদ করব। আমরা যেহেতু আগে আবেদন করেছি; যদি প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দেওয়া হয়, সেটা নাগরিক ঐক্যের প্রাপ্য।’
প্রসঙ্গত, এনসিপি তাদের নিবন্ধনের আবেদনের সময় প্রতীক হিসেবে শাপলা দাবি করেছিল। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, শাপলা প্রতীক কোনো দলকেই দেওয়া সম্ভব নয়। তবু এনসিপি এ প্রতীক পেতে অনড়।