Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ রানে ৬ উইকেট—জাকের বললেন এমন হতেই পারে!

স্পোর্টস ডেস্ক
৩ অক্টোবর ২০২৫ ০৮:৪৯

সহজ ম্যাচ কঠিন করে জিতেছে বাংলাদেশ

টার্গেট ছিল ১৫১। ১০৯ রানের ওপেনিং জুটিতে মনে হচ্ছিল জয়টা অনায়াসেই চলে আসবে। কিন্তু অবিশ্বাস্য এক ব্যাটিং বিপর্যয়ে সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ। ৪ উইকেটের রোমাঞ্চকর এক জয়ের পর বাংলাদেশ অধিনায়ক জাকের আলি অনিক বলছেন, ৯ রানে ৬ উইকেট হারানো তেমন বড় ব্যাপার নয়!

বিনা উইকেটে ১০৯ রান থেকে ৬ উইকেটে ১১৮ রান, মাত্র ৯ রানেই ৬ উইকেট হারিয়ে তখন হারের শঙ্কা বাংলাদেশ ডাগআউটে। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের জুটি বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধার করে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে।

বাংলাদেশের এমন অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে অবশ্য খুব একটা চিন্তিত ছিলেন না জাকের, ‘আমি ড্রেসিংরুমে আরাম করে বসেছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। আমি ছেলেদের চেষ্টায় সন্তুষ্ট।’

বিজ্ঞাপন

দুশ্চিন্তা না করলেও ব্যাটিং বিপর্যয় নিয়ে পরের ম্যাচে আরও কাজ করার প্রত্যয় জানালেন জাকের, ‘ আমরা (রান তাড়ার) শুরুটা ভালো করেছিলাম। এরপর এভাবে ধস নামাটা দুশ্চিন্তার। তবে ক্রিকেট একটা মজার খেলা। তারাও আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। জেতা-হারাটা খেলাটারই অংশ। বোলিং আর ব্যাটিং—দুই দিকেই কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে।’

দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার ব্যাপারে আশাবাদী জাকের, ‘আজকে আমরা জিতেছি। এটা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। কাল (আজ) সিরিজ জয়ের দিকে তাকিয়ে আছি আমরা।’

আজ রাত ৮.৩০ মিনিটে শারজাহতে সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।

সারাবাংলা/এফএম

জাকের আলি বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর