Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ের আকাঙ্ক্ষা উপেক্ষা করলে হাসিনার চেয়েও খারাপ পরিণতি হবে: সাদিক কায়েম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ০৮:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভিপি সাদিক কায়েম।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভিপি সাদিক কায়েম বলেছেন, এক বছর পেরিয়ে গেলেও অর্ন্তবর্তী সরকার যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার দরকার ছিল সেভাবে ধারণ করছে না। আমরা অনুরোধ করবো শহিদরা যে জন্য জীবন দিয়েছে সেই আকাঙ্খাকে যেন তারা ধারণ করে। যদি না হয় তবে ফ্যাসিবাদি হাসিনার যে পরিণতি হয়েছে তার চাইতেও খারাপ পরিণতি তাদের হবে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় আবরার ফাহাদের বাবা, স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে সাদিক কায়েম গণমাধ্যমকে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সাদিক কায়েম বলেন, শহিদ আবরার বাংলাদেশে জাতীয় ঐক্যের প্রতীক। আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাহাদকে নির্মমভাবে খুন করে ছাত্রলীগ। শহিদ আবরারের দেখানো পথে জুলাই বিপ্লব হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর