Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ছেলের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ০৯:০৭ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ০৯:১২

লিটন খানের মরদেহ।

খুলনা: খুলনায় নেশার জন্য দাবি করা টাকা না পে‌য়ে ছেলে আবু বকর লিমন (১৭) প্রথমে শ্বাসরোধ ও পরে ধারালো বটি দিয়ে পিতা লিটন খানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় নগরীর বসুপাড়া বাঁশ তলায় ঘটনাটি ঘটে। এরপর থেকে ঘাতক লিমন ও তার স্ত্রী চাঁদনী পলাতক রয়েছে। নিহত লিটন খান ফেরি করে মাছ বিক্রি করতেন।

পুলিশ জানায়, লিটন খান সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করে আসছিলো। কিন্তু ছেলে নেশাগ্রস্ত হওয়ায় পিতা টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে স্ত্রী অন্যত্র গেলে লিটন খান বাসায় একা ছিলেন। সেসময় ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী প্রথমে লিটন খানকে গলায় ফাঁস দিয়ে ও পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর পরই তারা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ অক্টোবর) সকালে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে নিহতের ছেলে আবু বকর লিমন ও তার স্ত্রী চাঁদনী সরাসরি জড়িত। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি উদ্ধার করেছে। মরদেহের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে

খুন বাবা-ছেলে